রমণি-সমাজে তুহারি গুণ ঘোষই তুহুঁ ধনি মোহিনি বালা। জগজন-মোহন মোহন করলি যে সাজলি যৌবন-ডালা।। সজনি অপরূপ বাসর-পসার। বাসর-গেহ আজু লেহ বঢ়ায়ই পূজবি নন্দ-কুমার।। ঘন পুন জঘন আসন নিরমাওল হিয় মাহ সেজ বিছাই। সরসহি চন্দনে কমল যে সঙ্কুল নাগর শ্যাম অবগাই।। পরিমলে লুবধ ভ্রমর জনি ধাওত ঐছন আকুল কান। অধরক মধুপানে অবহি মাতায়বি গোবিন্দদাস ভালে জান।।
keyboard_arrow_right