রঘুনন্দনের পিতা মুকুন্দ তাহার ভ্রাতা নাম যার নরহরি দাস। রাঢ়ে বঙ্গে সুপ্রচার পদবী যে সরকার শ্রীখণ্ডগ্রামেতে বসবাস।। গৌরাঙ্গ জন্মের আগে বিবিধ রাগিণী রাগে ব্রজরস করিলেন গান। হেন নরহরিসঙ্গ পাঞা পহুঁ শ্রীগৌরাঙ্গ বড় সুখে জুড়াইলা প্রাণ।। পহুঁর দক্ষিণে থাকি চামর ঢুলায় সখী মধুমতী রূপে নরহরি। পাপিয়া শেখর কয় তার পদে মতি রয় এই ভিক্ষা দেও গৌরহরি […]
keyboard_arrow_right