যাহার লাগিয়া কৈলুঁ কুলের লাঞ্ছনা। কত না সহিব দেহে গুরুর গঞ্জনা।। যার লাগি ছাড়িলুঁ গৃহের যত সুখ। না জানি কি লাগি এবে সে জনা বিমুখ।। সজনি নিবেদলুঁ তোরে। কলঙ্ক রহল সব গোকুল নগরে।। তিলেকে সে তেয়াগিলুঁ পতি খুর-ধার। শ্রবণে না শুনলুঁ ধরমবিচার।। অবলা অখলজাতি ভুলে পরবোলে। সাধের প্রদীপ নিভাইল সাঁঝবেলে।। দুখের উপরে দুখ পরিজনবোল। সতীর […]
keyboard_arrow_right