যমুনা পুলিনে চম্পক কাননে বিলাস মন্দির সাজে। বৃন্দা বিধুমুখী বিনোদ বিছানা করল তাহার মাঝে।। প্রফুল্ল কমল দল সুকোমল তুলীর তুলনা করি। পালঙ্ক উপরি পাতল সুন্দরী চৌদিগে ফুলের ঝুরি।। বিচিত্র বসনে ঝাঁপলি তখনে বান্ধলি পাটের জাদে। পালঙ্ক দুপাশে ফুলের বালিশে দেয়লি মনের সাধে।। মন্দির ভিতরে সুগন্ধি ফুলের চাঁদোয়া বান্ধিল তথি। রচনা করিয়া হরিষ হইয়া জ্বালিল কনক […]
keyboard_arrow_right